
নব্বইয়ের দশকের মাঝামাঝি রজনীকান্ত ও কমল হাসানের মতো তারকারাদের পর বিজয়, অজিত কুমার, অরবিন্দ স্বামী, আর মাধবনসহ নতুন তারকাদের উত্থান ঘটে তামিল সিনেমার দুনিয়ায়। এই তারকাদের ভিড়ে আরও একজন ছিলেন, যাঁর ক্যারিয়ারের শুরুটা দারুণ হলেও ভাগ্যের ফেরে হারিয়ে যান পাদপ্রদীপের আলো থেকে। কে এই অভিনেতা? জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।